Form cover
Page 1 of 5

BINIYOG.IO FINANCING APPLICATION

আসসালামু আলাইকুম। হালাল ফাইন্যান্সের জগতে আপনাকে স্বাগতম।
বিনিয়োগ.আইও এর কাছে হালাল বিজনেস ফাইন্যান্সিং এর জন্যে আগ্রহ প্রকাশ করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Go to Page 2

বিনিয়োগ.আইও থেকে কেন ফাইন্যান্সিং নিবেন?

- শতভাগ হালাল এবং শরিয়াহ সম্মত ফান্ডের নিশ্চয়তা। আমাদের ফান্ডের পাশাপাশি বিজনেস ফাইন্যান্সিং এর প্রতিটি কন্ট্রাক্ট আমাদের সম্মানিত শরিয়াহ এডভাইজরদের দ্বারা পুঙ্খানুপুঙ্খ উপায়ে ভেটিং করা হয়।
- কোন ধরণের মর্টগেজ, প্রপার্টি বন্ধক, ইত্যাদি ছাড়া ঝামেলামুক্ত হালাল ফাইন্যান্স।
- ফ্লেক্সিবল এবং কাস্টোমাইজড রিপেমেন্ট শিডিউল। আপনার ব্যবসার প্রয়োজন এবং পরিস্থিতি অনুযায়ী শুরুতে রিপেমেন্ট প্ল্যান করা হয়।
- দ্রুত এবং ঝামেলাহীন প্রসেসিং। খুবই দ্রুত আপনার ফাইন্যান্সিং এপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে আপনার কাছে বিনিয়োগ পৌঁছে দেওয়া হয়। ট্রেডিশনাল ব্যাঙ্কিং চ্যানেল থেকে ফাইন্যান্সিং গ্রহণ করতে যেখানে অধিকাংশ সময়ই ৪ থেকে ৫ মাস সময় লাগে, আমাদের কাছ প্রাসঙ্গিক ডকুমেন্ট সাবমিট করার পর ৩ থেকে ৪ সপ্তাহের মাঝেই উপযুক্ততা সাপেক্ষে বিনিয়োগ পেয়ে যাবেন ইন শা আল্লাহ।
- আমাদের সার্ভিস চার্জ এবং ফি স্ট্রাকচার অত্যন্ত ট্রান্সপারেন্ট, কোন হিডেন চার্জ নেই।
- ট্রেডিশনাল ব্যাঙ্কিং চ্যানেলে অনেক সময় নানাবিধ শর্তপূরণের বেড়াজালে ফাইন্যান্স নিতে ব্যর্থ হলেও আমাদের এসেসমেন্ট এ আপনারা এলিজিবল হতে পারেন এবং আপনার ব্যবসার জন্যে বিনিয়োগ পেতে পারেন।
- বাসায় বসেই ঝামেলামুক্ত উপায়ে উপযুক্ততা সাপেক্ষে বিনিয়োগ পেতে পারেন। বারবার অফিসে আসার ঝামেলা নেই।

বিনিয়োগ প্রাপ্তির জন্যে প্রাথমিক যোগ্যতা

অর্থায়নের জন্য যোগ্য হওয়ার জন্য আপনার ব্যবসাকে ন্যূনতম তিনটি মানদণ্ড পূরণ করতে হবে।
- আপনার ব্যবসাকে অবশ্যই প্রফিটেবল/লাভজনক হতে হবে।
- যেই ব্যবসার ফাইন্যান্সিং এর জন্যে আপনি এপ্লিকেশন করছেন ঐ ব্যবসার বয়স এবং অপারেশনের মেয়াদকাল ন্যূনতম এক বছর কিংবা তার বেশী হতে হবে।
- যেই ব্যবসার ফাইন্যান্সিং এর জন্যে আপনি এপ্লিকেশন করছেন সেই ব্যবসার একটি বৈধ ট্রেড লাইসেন্স থাকতে হবে।

অর্থায়নের জন্যে আরও কিছু প্রাসঙ্গিক তথ্য

- ইনভেস্টমেন্ট লিমিট (বিনিয়োগের সীমা) : ৭ লাখ থেকে ১ কোটি ++
- বিনিয়োগের মেয়াদ এবং সময়কাল : ২ থেকে ১২ মাস
- আমরা সাধারণত বেশ কিছু মডেলে ফাইন্যান্সিং করে থাকি। আপনার ফান্ডের রিকোয়ারমেন্ট এবং এসেসমেন্টের ভিত্তিতে আমরা আপনাকে গাইড করবো আমরা কোন মডেলে আগাতে পারি।
১. ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট / ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সিং/ অর্ডারের ভিত্তিতে ফাইন্যান্সিং (কার্যকরী মূলধন বিনিয়োগ/ ওয়ার্ক অর্ডারের বিপরীতে ফাইন্যান্সিং) (শরিয়াহ কন্ট্রাক্ট মডেলঃ মুদারাবা, মুশারাকা)
২. প্রডাক্ট / র’ ম্যাটেরিয়াল পারচেজ ফাইন্যান্সিং (পণ্য/প্রডাকশনের কাঁচামাল ক্রয়ের জন্যে ফাইন্যান্সিং) (শরিয়াহ কন্ট্রাক্ট মডেলঃ মুরাবাহা)
৩. আউটলেট ফাইন্যান্সিং (ব্র্যান্ড আউটলেট এক্সপ্যানশন / স্থাপনের জন্যে ফাইন্যান্সিং) (শরিয়াহ কন্ট্রাক্ট মডেলঃ ইজারাহ/প্যারালেল ইজারাহ)

- আপনাদের বিজনেসের ভেরিফিকেশন এবং এসেসমেন্ট এর জন্যে আমাদের কিছু ডকুমেন্ট নিরীক্ষা করার প্রয়োজন হবে।
উদাহরণগুলো নিম্নরূপ,
১. বিজনেসের মালিক / ডাইরেক্টরদের এনআইডি
২. ফাইনান্সিয়াল ডকুমেন্টস (প্রফিট লস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ইত্যাদি)
৩. বিজনেসের সাম্প্রতিক সর্বশেষ ১২ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট
৪. প্রতিষ্ঠানের / ব্যবসার মালিকের (সোল প্রপ্রাইটরশিপ বিজনেস হলে) ট্যাক্স সার্টিফিকেট
৫. বিদ্যুৎ বিল কিংবা অন্যান্য ইউটিলিটি বিলের কপি
এবং ব্যবসার প্রকৃতি এবং ইন্ডাস্ট্রির উপর নির্ভর করে অন্যান্য কিছু প্রাসংগিক ডকুমেন্টস/নথি।

যদি আগ্রহী থাকেন তাহলে পরবর্তী ফর্মটি (এই পেজের শেষে বাটন) প্রাসঙ্গিক তথ্য দিয়ে নির্ভুলভাবে পূরণ করুন। পরবর্তী আলোচনা, যাচাই-বাছাই ইত্যাদি পরবর্তী ধাপগুলোর জন্যে আমাদের কন্সার্নড টিম থেকে আপনার সাথে অতিশীঘ্র যোগাযোগ করা হবে। জাযাকাল্লাহু খাইরান।

Assalamu Alaikum. Welcome to the world of halal finance. Thank you very much for expressing your interest in halal business financing with biniyog.io.

Why take Financing from biniyog.io?

- 100% Halal and Shariah-Compliant Funding: We guarantee that all our funds are completely halal and Shariah-compliant. Each business financing contract is meticulously vetted by our respected Shariah advisors.
- Hassle-Free Halal Finance: No need for mortgages, property pledges, or similar complications.
- Flexible and Customized Repayment Schedules: Repayment plans are tailored at the beginning according to your business needs and situation.
- Fast and Smooth Processing: From application to fund disbursement, our process is swift and hassle-free. While traditional banking channels may take 4 to 5 months to process business financing most of the time. With us, you can receive your funds within 3 to 4 weeks after submission of relevant documents, subject to eligibility, In Sha Allah.

- Transparent Service Charges and Fee Structure: Our fees are fully transparent—there are no hidden charges.
- Greater Eligibility: Even if you are unable to meet the stringent requirements of traditional banks, you may still qualify through our assessment process and secure investment for your business.
- Convenient Application: Apply and complete the process from the comfort of your home—no need for repeated office visits.

Primary Eligibility Criteria for Financing

To qualify for business financing, your business must fulfill at least the following three criterias:
- Your business must be profitable.

- The business for which you are seeking financing must have been operational for at least one year.
- The business for which you are seeking financing must have a valid trade license.

Additional Relevant Information for Financing

- Investment Limit: BDT 7 lakhs to 1 Cr++
- Investment Tenure: 2 to 12 months
- We generally offer financing under multiple models. It will depend on your fund requirement and assessment that in which model we will be able to proceed. Depending on your fund requirement and our assessment, we’ll carefully guide you toward the model that works best for your needs.
1. Working Capital Investment / Work Order Financing / Order-based Financing
(Shariah Contract Models: Mudarabah, Musharakah)
2. Product / Raw Material Purchase Financing (For purchasing goods or raw materials for production)
(Shariah Contract Model: Murabaha)
3. Outlet Financing (Financing for Brand Outlet Expansion/ Setup) (Shariah Contract Model: Ijarah/ Parallel Ijarah)
- We will need to review certain documents for business verification and assessment; examples are provided below:
1. NID (National ID) of business owners/directors
2. Financial documents (Profit & Loss Statement, Balance Sheet, etc.)
3. The latest 12 months’ bank statements of the business
4. Tax certificate of the organization or the owner (for sole proprietorships)
5. Copy of electricity or other utility bills
Additional relevant documents may be required depending on the nature and industry of your business.

If you are interested, please accurately fill out the following Form with the relevant information. Our concerned team will contact you shortly for further discussion, verification, and the next steps. Jazakallahu Khairan.